ডাঙ্গীপাড়া, পবা, রাজশাহী
২০১৬ সালে প্রতিষ্ঠিত এই প্রতিষ্ঠানটি শিশু শ্রেণি হতে কুল্লিয়্যাহ পর্যন্ত শিক্ষা কার্যক্রম পরিচালিত হয়। বর্তমানে এই প্রতিষ্ঠানের শিক্ষার্থী ১৭০০ জন। রাজশাহী মহানগরীর নওদাপাড়া (আমচত্বর) ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ হাসপাতাল হতে প্রায় দুই কিলোমিটার পূর্বদিকে শাহমখদুম থানার পবা পোস্ট অফিসের অন্তর্গত ডাঙ্গীপাড়া গ্রামে এক মনোরম পরিবেশে প্রতিষ্ঠানটি অবস্থিত।
বীরহাটাব, হাটাব, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ।
২০১৩ সালে প্রতিষ্ঠিত এই প্রতিষ্ঠানটি শিশু শ্রেণি হতে ছানোবিয়্যাহ পর্যন্ত শিক্ষা কার্যক্রম পরিচালিত হয়। বর্তমানে এই প্রতিষ্ঠানের শিক্ষার্থী ১২০০ জন। নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানার বিরাব পোস্ট অফিসের অন্তর্গত স্থানীয় বেলদী বাজারের প্রায় ১ কিলোমিটার পশ্চিমে বীরহাটাব-হাটাব গ্রামদ্বয়ের মধ্যস্থলে এক মনোরম পরিবেশে প্রতিষ্ঠানটি অবস্থিত।
ডাঙ্গীপাড়া, পবা, রাজশাহী।
২০১৬ সালে প্রতিষ্ঠিত এই প্রতিষ্ঠানটি শিশু শ্রেণি হতে কুল্লিয়্যা পর্যন্ত শিক্ষা কার্যক্রম পরিচালিত হয়। বর্তমানে এই প্রতিষ্ঠানের শিক্ষার্থী ৯০০ জন। রাজশাহী মহানগরীর নওদাপাড়া (আমচত্বর) ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ হাসপাতাল হতে প্রায় দুই কিলোমিটার পূর্বদিকে শাহমখদুম থানার পবা পোস্ট অফিসের অন্তর্গত ডাঙ্গীপাড়া গ্রামে এক মনোরম পরিবেশে প্রতিষ্ঠানটি অবস্থিত।
তেঘরা, বিরল, দিনাজপুর।
২০২২ সালে এই প্রতিষ্ঠানের নির্মাণ কাজ আরম্ভ হয়। ২০২৩ সাল থেকে এই প্রতিষ্ঠানের শিক্ষা কার্যক্রম শুরু হয়। এই প্রতিষ্ঠানটি বৃহত্তম দিনাজপুর জেলার অন্তর্গত বিরল উপজেলার তেঘরা নামক স্থানে এক মনোরম পরিবেশে প্রতিষ্ঠানটি অবস্থিত।
ডাঙ্গীপাড়া, পবা রাজশাহী
২০১৮ সালে প্রতিষ্ঠিত এই মসজিদটি বর্তমানে ৪র্থ তলা পর্যন্ত নির্মাণকাজ সম্পন্ন হয়েছে। মসজিদটির প্রতি তলায় একসাথে ৩০০০ মুসল্লি ছালাত আদায় করতে পারে। আল জামি‘আহ আস-সালাফিয়্যাহ, ডাঙ্গীপাড়া, পবা রাজশাহী বালক শাখায় মসজিদটি অবস্থিত।
রুপগঞ্জ, নারায়ণগঞ্জ, ঢাকা
পূর্বাচল আধুনিক শহরের অনতিদূরে, আন্তর্জাতিক বাণিজ্যমেলা থেকে দুই কিলোমিটার পূর্বে দুইশ শতক তথা প্রায় ছয় বিঘা জমির উপর দেশের অন্যতম বৃহত্তম বায়তুল হামদ জামে মসজিদের নির্মাণ কাজ চলমান রয়েছে আলহামদুলিল্লাহ!
উক্ত মসজিদে প্রায় ৮০ ফিট প্রি-কাস্ট পদ্ধতিতে পাইলিং চলমান আছে।শুধুমাত্র পাইলিংয়েই খরচ আসবে তিন কোটি টাকা আর পুরো প্রজেক্টে খরচ হবে প্রায় ৩৫ কোটি টাকা। মেগা এই প্রজেক্টে আপনার দানের হাত বাড়িয়ে দিন!
ছয়মাইল, বরিশাল।
...
আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা
বিশুদ্ধ দ্বীন ইসলামের প্রচার, প্রসার ও প্রতিষ্ঠাকল্পে এবং আর্থসামাজিক ও দেশের উন্নয়নে 'নিবরাস ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন' নানা উন্নয়নমূলক প্রকল্প হাতে নিয়েছে। নিম্নে কিছু পরিকল্পনা পেশ করা হলো:
নিবরাস নলেজ সিটি
পূর্বাচল আন্তর্জাতিক বাণিজ্য মেলার অদূরে বীরহাটাবো, হাটাবো, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ-এ ইতোমধ্যে ৬০ বিঘা জমি ক্রয় সম্পন্ন হয়েছে; আরও ৪০ বিঘা অধিগ্রহণের কাজ চলমান। এখানে যা যা প্রতিষ্ঠার পরিকল্পনা রয়েছে:
১. একটি আন্তর্জাতিক মানের ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠাকরণ, যা বাংলাদেশে মদীনা ইসলামী বিশ্ববিদ্যালয়ের বিকল্প হিসেবে কাজ করবে।
২. একটি আন্তর্জাতিক মানের মেডিক্যাল কলেজ প্রতিষ্ঠা করা।
৩. একটি আন্তর্জাতিক মানের আইটি কলেজ প্রতিষ্ঠা করা।
৪. একটি উন্নতমানের ইংলিশ মিডিয়াম ইসলামিক স্কুল প্রতিষ্ঠা করা।
রাজশাহী শহরের আমচত্বর থেকে ২০ কিলোমিটার দূরে নিরিবিলি পল্লি এলাকায় পরিপূর্ণ পর্দা ও নিরাপত্তার সাথে খোলামেলা প্রাকৃতিক পরিবেশে মেয়েদের জন্য একটি উন্নত শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তোলার লক্ষ্যে প্রায় ৬০ বিঘা জমি একত্রিত করা হয়েছে। অচিরেই উক্ত প্রতিষ্ঠানে মেয়েদের জন্য দেশের বৃহত্তম প্রতিষ্ঠান গড়ে তোলা হবে ইনশা-আল্লাহ।
এছাড়া চলমান প্রতিষ্ঠানগুলোতে ধারাবাহিকভাবে সমৃদ্ধ লাইব্রেরির জন্য পৃথক ভবন ও অ্যাকাডেমিক কার্যক্রমের জন্য পৃথক ভবন নির্মাণ করা।