চলমান প্রজেক্ট

  • হোম
  • আল-জামি'আহ আস-সালাফিয়্যাহ

আল-জামি'আহ আস-সালাফিয়্যাহ

ছয়মাইল, বরিশাল।

যুগোপযোগী মানসম্মত ইসলামী শিক্ষার আরেকটি পদক্ষেপ হিসেবে ২০২১ সালে গোরাচাঁদ দাস রোড, ওয়ার্ড-১৬, বরিশালে প্রতিষ্ঠিত হয় একটি ইংলিশ ভার্সন প্রতিষ্ঠান। বর্তমানে শহরের মধ্যে ভবন ভাড়া নিয়ে প্রতিষ্ঠানটি চলমান রয়েছে। অচিরেই প্রতিষ্ঠানের নিজস্ব জমিতে প্রতিষ্ঠানের জন্য ভবন নির্মিত হবে ইনশা-আল্লাহ।