শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা
আল-জামি‘আহ আস-সালাফিয়্যাহ (বালক শাখা)
ডাঙ্গীপাড়া, পবা, রাজশাহী
২০১৬ সালে প্রতিষ্ঠিত এই প্রতিষ্ঠানটি শিশু শ্রেণি হতে কুল্লিয়্যাহ পর্যন্ত শিক্ষা কার্যক্রম পরিচালিত হয়। বর্তমানে এই প্রতিষ্ঠানের শিক্ষার্থী ১৭০০ জন। রাজশাহী মহানগরীর নওদাপাড়া (আমচত্বর) ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ হাসপাতাল হতে প্রায় দুই কিলোমিটার পূর্বদিকে শাহমখদুম থানার পবা পোস্ট অফিসের অন্তর্গত ডাঙ্গীপাড়া গ্রামে এক মনোরম পরিবেশে প্রতিষ্ঠানটি অবস্থিত।
আল-জামি‘আহ আস-সালাফিয়্যাহ (বালক শাখা)
বীরহাটাব, হাটাব, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ।
২০১৩ সালে প্রতিষ্ঠিত এই প্রতিষ্ঠানটি শিশু শ্রেণি হতে ছানোবিয়্যাহ পর্যন্ত শিক্ষা কার্যক্রম পরিচালিত হয়। বর্তমানে এই প্রতিষ্ঠানের শিক্ষার্থী ১২০০ জন। নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানার বিরাব পোস্ট অফিসের অন্তর্গত স্থানীয় বেলদী বাজারের প্রায় ১ কিলোমিটার পশ্চিমে বীরহাটাব-হাটাব গ্রামদ্বয়ের মধ্যস্থলে এক মনোরম পরিবেশে প্রতিষ্ঠানটি অবস্থিত।
আল-জামি‘আহ আস-সালাফিয়্যাহ (বালিকা শাখা)
ডাঙ্গীপাড়া, পবা, রাজশাহী।
২০১৬ সালে প্রতিষ্ঠিত এই প্রতিষ্ঠানটি শিশু শ্রেণি হতে কুল্লিয়্যা পর্যন্ত শিক্ষা কার্যক্রম পরিচালিত হয়। বর্তমানে এই প্রতিষ্ঠানের শিক্ষার্থী ৯০০ জন। রাজশাহী মহানগরীর নওদাপাড়া (আমচত্বর) ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ হাসপাতাল হতে প্রায় দুই কিলোমিটার পূর্বদিকে শাহমখদুম থানার পবা পোস্ট অফিসের অন্তর্গত ডাঙ্গীপাড়া গ্রামে এক মনোরম পরিবেশে প্রতিষ্ঠানটি অবস্থিত।
আল-জামি‘আহ আস-সালাফিয়্যাহ
তেঘরা, বিরল, দিনাজপুর।
২০২২ সালে এই প্রতিষ্ঠানের নির্মাণ কাজ আরম্ভ হয়। ২০২৩ সাল থেকে এই প্রতিষ্ঠানের শিক্ষা কার্যক্রম শুরু হয়। এই প্রতিষ্ঠানটি বৃহত্তম দিনাজপুর জেলার অন্তর্গত বিরল উপজেলার তেঘরা নামক স্থানে এক মনোরম পরিবেশে প্রতিষ্ঠানটি অবস্থিত।
দাওয়াতী কার্যক্রম
নিবরাস ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনের মূল উদ্দেশ্য হলো
সকলের মাঝে সঠিক দ্বীন শিক্ষা পৌছে দেওয়া। এরই অংশ হিসেবে আদ-দাওয়াহ ইলল্লাহ এর তত্ত্বাবধানে
সারাদেশে মসজিদগুলোতে জুমআর খুৎবা প্রদান, দাওয়াতি সফর, মসজিদে মক্তব চালু ইত্যাদি
কার্যক্রম পরিচালনা করে আসছে। ২০২৩ সালে উত্তবঙ্গের কয়েকটি জেলায় “দ্বীনি শিক্ষার প্রথম
পাঠশালা হোক মসজিদ ভিত্তিক মক্তব” শ্লোগানে অসংখ্য মক্তব চালু করা হয়। উক্ত মক্তবের
ইমামদের প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহন করা হয়।
বণ্যার্তদের মাঝ ত্রাণ বিতরণ
প্রতি বছর বাংলাদেশের প্রায় ৩০,০০০ বর্গ কিলোমিটার এলাকা বন্যায় প্লাবিত হয়। এসময় বিশেষভাবে দেশের উত্তরাঞ্চল এবং সিলেট বিভাগের বানভাসি মানুষ চরম দুর্ভোগের শিকার হন। মানবসেবার অংশ হিসেবে “নিবরাস ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন” এর অর্থায়নে আদ-দাওয়াহ ইলল্লাহ-এর তত্ত্বাবধানে বন্যাদূর্গত এলাকায় প্রতিবছর ত্রাণ বিতরণ করা হয়।
ত্রাণ সামগ্রীর নগদ অর্থ, চাল, ডাল, তেল, আলু, চিড়া ইত্যাদি প্রয়োজনীয় উপকরণ প্রদান করা হয়। ২০২২ সালের ভয়াবহ বন্যায় প্রায় ২ কোটি টাকার খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে এবং ঈদুল আযহায় গরু জবাই করে বন্যার্তদের মধ্যে গোশত বিতরণ করা হয়।
ঈয়াতিম প্রকল্প
“নিবরাস ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন” কর্তৃক পরিচালিত আল-জামি‘আহ আস-সালাফিয়্যাহ-এর সকল শাখায় ইয়াতিম, দুঃস্থ ও অসহায় শিক্ষার্থীদের ফ্রি পড়ালেখা করার পাশাপাশি তাদের পোশাক, দৈনন্দিন ব্যবহৃত জিনিস, চিকিৎসা সেবা ইত্যাদি প্রদান করা হয়।
মসজিদ নির্মাণ প্রকল্প
রুপগঞ্জ, নারায়ণগঞ্জ
পূর্বাচল আধুনিক শহরের অনতিদূরে, আন্তর্জাতিক
বাণিজ্যমেলা থেকে দুই কিলোমিটার পূর্বে দুইশ শতক তথা প্রায় ছয় বিঘা জমির উপর দেশের
অন্যতম বৃহত্তম বায়তুল হামদ জামে মসজিদের নির্মাণ কাজ চলমান রয়েছে আলহামদুলিল্লাহ! উক্ত
মসজিদে প্রায় ৮০ ফিট প্রি-কাস্ট পদ্ধতিতে পাইলিং চলমান আছে। শুধুমাত্র পাইলিংয়েই
খরচ আসবে তিন কোটি টাকা আর পুরো প্রজেক্টে খরচ হবে প্রায় ৩৫ কোটি টাকা।
ডাঙ্গীপাড়া, পবা রাজশাহী
২০১৮ সালে প্রতিষ্ঠিত এই মসজিদটি
বর্তমানে ৩য় তলা পর্যন্ত নির্মাণকাজ সম্পন্ন হয়েছে। ৪র্থ তলার নির্মাণকাজ চলমান আছে। মসজিদটির প্রতি তলায় একসাথে
৩০০০ মুসল্লি ছালাত আদায় করতে পারে। আল জামি‘আহ আস-সালাফিয়্যাহ, ডাঙ্গীপাড়া, পবা রাজশাহী বালক শাখায় মসজিদটি অবস্থিত।
ফ্রি চিকিৎসা সেবা
“নিবরাস ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন” পরিচালিত আদ-দাওয়াহ ইলল্লাহ এর তত্ত্বাবধানে অসহায় ও গরীব মানুষদের মাঝে ফ্রি চিকিৎসা সেবা যেমন: ফ্রি অক্সিজেন সিলিন্ডার, ফ্রি রক্তদান, ফ্রি এম্বুলেন্স সার্ভিস, আর্থিক সহায়তা ছাড়াও বিভিন্ন সেবা প্রদান করা হয়।
মক্তব চালু ও ইমামদের প্রশিক্ষণ
কুরবানী প্রজেক্ট
২০২২ সালে ভয়াবহ বন্যায় আক্রান্ত হয় উত্তরাঞ্চল ও সিলেট বিভাগের মানুষ। বন্যাকবলিত এলাকায় ত্রাণ বিতরণের পাশাপাশি অসহায় ও দুঃস্থ মানুষদের মাঝে ঈদ-উল-আযহার জন্য নিবরাস ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনের অধীনে কুরবানীর গরু ও ছাগল বিতরণ করা হয়।