রাজশাহীতে বায়তুল হামদ জামে মসজিদ নির্মাণ করা হয়েছে যেখানে প্রতি তলায় ৩০০০ মুসল্লি একসাথে ছালাত আদায় করতে পারে। পূর্বাচল আধুনিক শহরের অনতিদূরে, আন্তর্জাতিক বাণিজ্যমেলা থেকে দুই কিলোমিটার পূর্বে দুইশ শতক তথা প্রায় ছয় বিঘা জমির উপর দেশের অন্যতম বৃহত্তম বায়তুল হামদ জামে মসজিদের নির্মাণ কাজ চলমান রয়েছে আলহামদুলিল্লাহ! উক্ত মসজিদে প্রায় ৮০ ফিট প্রি-কাস্ট পদ্ধতিতে পাইলিং চলমান আছে। শুধুমাত্র পাইলিংয়েই খরচ আসবে তিন কোটি টাকা আর পুরো প্রজেক্টে খরচ হবে প্রায় ৩৫ কোটি টাকা।। এছাড়াও বিভিন্ন এলাকায় মসজিদ নির্মাণ এবং নির্মাণে সহযোগিতা প্রদান করা হয়।