নিবরাস ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন বাংলাদেশ সরকার কর্তৃকক নিবন্ধিত একটি অলাভজনক প্রতিষ্ঠান। যার নিবন্ধন নং এস-১২২৮৮-২০১৬। উক্ত ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান শায়খ আব্দুর রাযযাক বিন ইউসুফ। উক্ত ফাউন্ডেশন সারা দেশে শিক্ষা, গবেষণা, মানবসেবা সংক্রান্ত বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে থাকে। বর্তমান উক্ত ফাউন্ডেশনের অধীনে বিভিন্ন প্রতিষ্ঠানে প্রায় সাড়ে তিন হাজার ছাত্র-ছাত্রী অধ্যায়রত ও দুইশো জন শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী কর্মরত রয়েছে।
প্রধান কার্যালয়:
‘নিবরাস ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন’-এর প্রধান কার্যালয় হাটাব-বীরহাটাব, বিরাব, রূপগঞ্জ, নারায়ণগঞ্জে অবস্থিত।
পবিত্র কুরআন ও আল্লাহর রাসুল মুহাম্মাদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-এর সুন্নাহ তথা কর্মনীতিই আস-সুন্নাহ ফাউন্ডেশনের মূল আদর্শ।
কুরআন-সুন্নাহকে সালাফে সালিহীনের ব্যাখ্যার আলোকে গ্রহণ করা। আহলুস-সুন্নাহ ওয়াল-জামা‘আহর আক্বীদা ও দৃষ্টিভঙ্গি লালন করা। শিরকমুক্ত ঈমান ও বিদ‘আতমুক্ত আমলের প্রতি আহ্বান করা।সমাজ থেকে কুসংস্কার, ভ্রান্তবিশ্বাস, অন্যায়, অবিচার ইত্যাদি দূরীকরণের জন্য যুগোপযোগী শিক্ষার ব্যবস্থা গ্রহণ করা। মানুষের নৈতিক উন্নয়ন সাধণের জন্য ইসলামি শিক্ষা ও আমলের অবিকৃত রূপকে জনগণের মাঝে প্রচার করা এবং দেশ ও জাতি নির্বিশেষে বিপদে-আপদে আর্ত-মানবতার পাশে দাঁড়ানোর মাধ্যমে আল্লাহর সন্তষ্টি অর্জন করাই অত্র ফাউন্ডেশনের লক্ষ্য ও উদ্দেশ্য।
(ক) পবিত্র কোরআন ও ছহীহ হাদীছের প্রকাশ ও প্রতিষ্ঠার লক্ষ্যে নানামুখী উদ্যেগ গ্রহণ করা।
(খ) যোগ্য লেখক, গবেষক, অনুবাদক ও সাংবাদিক তৈরির জন্য যুগোপযোগী প্রতিষ্ঠান গড়ে তোলা।
(গ) দেশের বিভিন্ন প্রান্তে মাসজিদ গড়ে তোলা এবং মাসজিদের নামে লাইব্রেরি ও প্রাথমিক শিক্ষার ব্যবস্থা করা।
(ঘ) নিজস্ব গবেষক দ্বারা লিখিত বই-পুস্তক প্রকাশ করা।
(ঙ) সালাফে সালেহীন কর্তৃক বিভিন্ন ভাষায় রচিত কিতাবের বঙ্গানুবাদ প্রকাশ করা।
(চ) ইমাম ও দায়ী নিয়োগ করে তাদেরকে প্রশিক্ষণ প্রদান করা।
(ছ) মাসিক, দৈনিক ও সাময়িকি প্রকাশের মাধ্যমে প্রিন্ট মিডিয়া জগতে ইসলামের অবদান নিশ্চিত করা।
(জ) প্রযুক্তির উপযুক্ত ব্যবহারের সর্বাত্মক চেষ্টা করা। যেমন- বিভিন্ন ইসলামিক স্কলারের লেকচারের অডিও ভিডিও তৈরি এবং ডাবিং করা।
(ঝ) প্রয়োজনে ইসলাম প্রচারের জন্য স্যাটেলাইট টিভি চ্যানেলের ব্যবস্থা করা।
(ঞ) এতিম ও হতদরিদ্র শিশুদের প্রতিপালন ও শিক্ষার ব্যবস্থা করা।
(ট) ইসলামের বিভিন্ন বিষয়ের উপর সভা, সেমিনার, সিম্পোজিয়াম ও বিতর্ক প্রতিযোগিতা সহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা।
(ঠ) ইসলামের বিভিন্ন বিষয়ের উপর অনবদ্য অবদান রাখার জন্য গবেষকদেরকে পুরুস্কৃত করা।
(ড) স্কলারশীপ দেওয়ার মাধ্যমে দরিদ্র ও মেধাবী ছাত্রদের দেশ বিদেশে শিক্ষার পথকে সুগম করা।
(ঢ) বিভিন্ন বিপদ-আপদ, প্রাকৃতিক দুর্যোগ ইত্যাদি ক্ষেত্রে দেশের মানুষের পাশে দাঁড়ানো।
(ক) সদস্যদের অনুদান।
(খ) সুধীদের অনুদান।
(গ) প্রকাশনা বিভাগ থেকে আয়।
(ঘ) ফাউন্ডেশনের বিভিন্ন প্রকাশনা থেকে আয়।
(ঙ) ওশর, যাকাত ও অন্যান্য দান-ছাদকা থেকে আয়।
পবিত্র কুরআন ও আল্লাহর রাসুল মুহাম্মাদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-এর সুন্নাহ তথা কর্মনীতিই আস-সুন্নাহ ফাউন্ডেশনের মূল আদর্শ।
কুরআন-সুন্নাহকে সালাফে সালিহীনের ব্যাখ্যার আলোকে গ্রহণ করা।
আহলুস-সুন্নাহ ওয়াল-জামা‘আহর আক্বীদা ও দৃষ্টিভঙ্গি লালন করা।